11
জেনেভায় অনুষ্ঠিত বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়া, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

 

 

 

 

 

 

দৈনিক বার্তা: ইউক্রেন সংকট সমাধানের ইঙ্গিত। চলতি সমস্যার সমাধানে বৃহস্পতিবার জেনেভায় বৈঠকে বসেছিল রাশিয়া, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই চতুর্পাক্ষিক বৈঠকে একটি গ্রহণযোগ্য সমাধান সূত্র পাওয়া গিয়েছে। রুশ বিদেশমন্ত্রী সারজেই লাভরোপ বৈঠক শেষে একথা জানিয়েছেন।

এদিন তিনি আরও জানিয়েছেন যে, জেনেভা চুক্তি অনুসারে দেশে সাংবিধানিক সংস্কারে রাজি হয়েছে ইউক্রেন সরকার। ধারাবাহিক ভাবে এই সংস্কার প্রক্রিয়া চলবে। পাশাপাশি চলতি গণ-আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দেবে কিয়েভ। উল্টোদিকে ইউক্রেনে গঠিত সমস্ত সশস্ত্র মিলিশিয়া বাহিনী ভেঙে দেওয়া হবে। সেইসঙ্গে সশস্ত্র বাহিনীর দখল থাকা সমস্ত ভবন দখল মুক্ত করা হবে। প্রসঙ্গত, ইউক্রেনে নবগঠিত সরকার বিরোধী সশস্ত্র বাহিনীগুলিকে প্রত্যক্ষভাবে মদতের অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে।

আগের অবস্থান থেকে সরে এসে ইউক্রেন সংকটে কোনও ধরনের হস্তক্ষেপ না করার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন সরকার। ক্রিমিয়া অঞ্চলে সরকার বিরোধী আন্দোলনকে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয় হিসাবে মান্যতা দিয়ে ক্রেমলিনের ঘোষণা, ইউক্রেনকেই এই সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে।

প্রসঙ্গত, গত সেনা অভ্যুত্থানের মাধ্যমে রুশ-পন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ঙ্কোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সংকটের মুখে পড়ে ইউক্রেন।