1দৈনিক বার্তা: বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নিবার্হী সৈয়দা রিজওয়ানা হাসান তার স্বামী এ বি সিদ্দিককে অপহরণ সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলেছেন, “আমার ফোনে দু’একটি ফোন এসেছে। তবে তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাচ্ছে না।”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে রিজওয়ানা হাসান উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, “তদন্তের অগ্রগতি জানতে আমি র‍্যাব, ডিজিএফসহ বিভিন্ন কার্যালয়ে গিয়েছি। তারা আমাকে আশা হারাতে নিষেধ করেছেন। তারা আমাকে বলেছেন, সমন্বিত কর্মপদ্ধতিতে তারা আমার স্বামীকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

তিনি বলেন, “আমার স্বামীকে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তদন্তের স্বার্থে এর বাইরে তেমন কিছু তারা বলেননি।”

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার কতটুকু আস্থা আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মুহূর্তে আশা হারানোর কোনো উপায় আমার নেই। আমার ও আমার পরিবারের একটাই চাওয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেন সুস্থ ও স্বাভাবিকভাবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারেন। কে দোষী এটা আমার কাছে বড় বিষয় না, আমার স্বামীকে ফিরে পাওয়াই মূল বিষয়।”

অপহরণের ঘটনাটিকে পরিকল্পিত উল্লেখ করে রিজওয়ানা বলেন, “আমার কাছে মনে হচ্ছে ঘটনাটি অবশ্যই পরিকল্পিত। হঠাৎ করে এ ধরণের ঘটনা ঘটানো যায় না।”

সন্দেহের তালিকায় কারা আছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার পরিবেশ আন্দোলনের কারনে যেসমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছেন তারাই এমন কাজ করতে পারে বলে আমার ধারণা।”

এর আগে সকালে এ বি সিদ্দিককে (৪৭) অপহরণে ব্যবহৃত গাড়িটি চিহ্নিত করেছে পুলিশ। ‘নীল রঙের মাইক্রোবাসে’ তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদুল ইসলাম জানান, যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি দেখে বুধবার রাতে গাড়িটি চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, “ঘটনার কিছুক্ষণ পর দুপুর ২টা ৫৩ মিনিটে নীল রঙের গাড়িটি ওই ফ্লাইওভারের টোলপ্লাজা অতিক্রম করে। গাড়ির নম্বর চট্টগ্রাম মেট্রো-গ-১৭-৮৩২৭। তবে তা সঠিক কিনা যাচাই করা হচ্ছে।”

এদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) পক্ষ থেকে জানানো হয়, চিহ্নিত গাড়ির নম্বরটি ভিত্তিহীন। এ নম্বরের কোনো গাড়ি নেই।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় অস্ত্রের মুখে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি প্রধান নিবার্হী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী গার্মেন্ট ব্যবসায়ী এ বি সিদ্দিককে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রিজওয়ানা হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন