1দৈনিক বার্তা:  পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন। মেডিকেল চেকআপের পর তাকে আদালতে নেয়া হবে। শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশের গাড়ি বহর তাকে নিয়ে নারায়ণগঞ্জ পৌঁছায়। আদালতে তিনি একজন ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেবেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন,  আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবু বকর সিদ্দিককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।
জবানবন্দীর আগে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জবানবন্দী গ্রহণের পর আমরা তদন্তে নামব। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে। কেন আবু বকরকে অপহরণ করা হয়েছিল- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপহরণের কারণ এখনো আমরা জানতে পারিনি। তবে ঘটনার সাথে জড়তরা পেশাদার অপহরণকারী।
শুক্রবার সকালে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিদ্দিক সাহেব মোটামুটি সুস্থ আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আপনাদের সহযোগিতা না করলে তাকে উদ্ধার করা যেতো না।
বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেন রিজওয়ানা হাসান। অপহরণের প্রায় ৩৫ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমণ্ডির কলাবাগান খেলার মাঠের পাশে স্টাফ কোয়ার্টারের কোনায় বসানো পুলিশ চেকপোস্ট থেকে তাকে উদ্ধার করা হয়।