দৈনিক বার্তা: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী অপহৃত আবু বকর সিদ্দিককে খুঁজে পেয়েছে পুলিশ
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে রাজধানীর কলাবাগান মাঠ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
ধানমণ্ডি থানার এক কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিক এখন ধানমণ্ডি থানায় আছেন। কলাবাগান বাসস্ট্যান্ডে বসানো চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তাকে খুঁজে পায় পুলিশ। তিনি সুস্থ্ আছেন। সৈয়দা রিজওয়ানাও থানায় এসেছেন।
পুলিশ জানায়, অপহরণকারীরা চোখ বাঁধা অবস্থায় সিদ্দিককে মিরপুর আনসার ক্যাম্প এলাকায় ফেলে যায়। সেখান থেকে তিনি সিএনজি অটোরিকশায় চড়ে ধানমণ্ডির বাসার দিকে যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডে বসানো চেকপোস্টে পুলিশ সিএনজি থামিয়ে পরিচয় জানতে চান। পরিচয় জানার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করে দুর্বৃত্তরা।
অপহরণের ঘটনার পর থেকেই রাজধানীর আশপাশ এলাকার বিভিন্ন সড়কে বসানো হয় অতিরিক্ত চেকপোস্ট। চলে ব্যাপক অভিযান।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের একাধিক দল ঘটনার পরপরই ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছুটে যায়। বুধবার বিকেল থেকেই অনেক এলাকায় শুরু হয় অভিযান।
পুলিশের পক্ষ থেকে দেশের সব থানা, সীমান্ত এলাকা, নৌ ও বিমানবন্দরে সতর্ক বার্তা পাঠানো হয়। মাঠ পর্যায়ে তল্লাশির পাশাপাশি প্রযুক্তির সহায়তা নিয়েও চলে অনুসন্ধান।