1দৈনিক বার্তা: ময়মনসিংহ উত্তর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন খালেদা জিয়া। রাতে গুলশান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সভাপতি আফজাল এইচ খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, দক্ষিণের সভাপতি সাবেক মন্ত্রী একেএম মোশাররফ হোসেন, ঈশ্বরগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নুরুল কবির শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ভূইয়া মনি, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আসফিয়া, সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলন, ধরমপাশা থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান সহ দলের প্রায় দেড় শতাধিক তৃণমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আমমান উল্লাহ আমান, মো. শাহজাহান, সালাহ উদ্দিন আহমেদ, এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠন গোছানোর অংশ হিসেবে ধারাবাহিকভাবে জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন খালেদা জিয়া। এদিকে বৃহস্পতিবার রাতে ১৮ দলের জোট নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

বিএনপির আরও তিনটি জেলা কমিটি ভেঙে দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দুটি জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি ময়মনসিংহ উত্তর, সুনামগঞ্জের জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেন।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ উত্তরের আহ্বায়ক করা হয়েছে খুররম খানকে। আর সুনামগঞ্জের আহ্বায়ক করা হয়েছে নাসির হোসেন চৌধুরীকে।