1দৈনিক বার্তা: পঞ্চম দফায়  দেশের ১৪টি উপজেলা পরিষদে নির্বাচনের তফসিল  ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মে এই ১৪টি উপজেলায় ভোট নেয়া হবে। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ নির্বাচনের তফসিল  ঘোষণা করে জানান, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের  শেষ তারিখ ২৪ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ২৬ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের  শেষ তারিখ ৩  মে এবং  ভোটগ্রহণের তারিখ ১৯ মে।

যে ১৪টি উপজেলায় নির্বাচন হবে,সেগুলো হচ্ছে রংপুর সদর,কালনি,গঙ্গাজচড়া ও পীরগাছা। সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলি, পটুয়াখালীর রাঙাবালি, রাজবাড়ির কালুখালি, নারায়ণগঞ্জ বন্দর, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা।এছাড়া ময়মনিসংহ  জেলার তারাকান্দা উপজেলায়  চেয়ারম্যান পদ শূন্য হওয়ায়  সেখানে  কেবল  চেয়ারম্যান পদে একই দিনে  ভোট হবে।

সিইসি জানান, গত চার ধাপে দেশের  মোট ৪৫৯টি উপজেলায় নির্বাচন হয়েছে। তবে আরো কিছু উপজেলায় আদালতের স্থগিতাদেশ থাকায় নির্বাচন বাকি রয়েছে। আদালতের নির্দেশ পাওয়ার পরে  সেসব উপজেলায় নির্বাচন হবে।তবে সম্প্রতি  শেষ হওয়া উপজেলা নির্বাচনে সহিংসতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, সহিংসতা কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না।

তিনি বলেন, নির্বাচন কমিশনের  কোনো সিদ্ধান্তে  কোনো প্রার্থী ক্ষুব্ধ হলে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে  যেতে পারেন। এরপরও উচ্চআদালত রয়েছে। সুতরাং আইন নিজের হাতে তুলে  নেয়ার কোনো মানে হয় না। নির্বাচনে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

প্রায়  দেড়মাস পর দেশে ফিরে মঙ্গলবার অফিস করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।সকালে অন্য নির্বাচন কমিশনার ও সচিবের সঙ্গে নিজ কক্ষে স্বল্প সময়ের জন্য কুশল বিনিময়ও করেন তিনি। তবে সাংবাদিকদের মুখোমুখি হননি কাজী রকিব।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, বুধবার কমিশন সভা রয়েছে। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন, ইসি সচিবালয় নিয়োগ বিধিমালা ও বিবিধ বিষয়ে সভা  শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সিইসি।প্রায়  দেড় মাস যুক্তরাষ্ট্র সফর  শেষে নববর্ষের প্রথম দিনে সোমবার ভোরে ঢাকায় ফেরেন কাজী রকিব।

দুই দফা উপজেলা নির্বাচনের পর মার্চের শুরুতে ঢাকা ছাড়েন সিইসি।তার অনুপস্থিতিতে আরো তিন ধাপের ভোটের সময় সহিংসতা- গোলযোগ বাড়তে থাকায় সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। ভোট ফেলে যুক্তরাষ্ট্র যাওয়ার প্রাক্কালে এ নিয়ে কোনো কথা বলতে চাননি কাজী রকিব। তবে সহিংসতা- গোলযোগে উদ্বেগ প্রকাশ করে  সেখান  থেকে ই- মেইলে ইসি সচিবালয়ের সঙ্গে  যোগাযোগ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

নির্দলীয় এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা শেষ পর্যন্ত সংখ্যায় এগিয়ে যায় বিএনপি সমর্থিতদের তুলনায়।এদিকে বুধবার টাঙ্গাইল-৮ আসনের একটি  কেন্দ্রে পুনর্ভোট নেয়া হবে। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার  ভোটও অনুষ্ঠিত হবে। গত ৩০ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন স্থগিত করে আদালত।স্থগিতাদেশ উঠে যাওয়ায় ১০ এপ্রিল  ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করে ইসি।উল্লেখ্য, গত ১৯ফেব্র“য়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়ে পাঁচ দফায়  মোট ৪৫৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩টি উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা, আদালতের নিষেধাজ্ঞা ও  মেয়াদ  শেষ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।