দৈনিক বার্তা: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুদকের সহকারী পরিচালক মো.হামিদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছেবলে দুদক সূত্রে জানা গেছে।
রুহুল আমিনের প্রতিষ্ঠানের নামে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে গত ২ এপ্রিল সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়। এরপর বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।দুদক সূত্রে জানা যায়, রুহুল আমিনের মালিকানাধীন কে আর ফ্যাশনের নামে কুয়াকাটায় রয়েছে বেশ কয়েক একর জমি। কিন্তু দশম সংসদে তার দেওয়া হলফ নামায় এসব সম্পদের উল্লেখ নেই। এছাড়াও কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলেরও অভিযোগ রয়েছে তার নামে।
জমি দখলের বিষয়ে আরো বলা হয়, কুয়াকাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন সরকারি জমি, কুয়াকাটা প্রেসক্লাব রোড, পটুয়াখালী থেকে কুয়াকাটার প্রবেশ পথ তুলাতলি এসব জায়গায় তাদের সাইন বোর্ড রয়েছে। এগুলোর গায়ে লেখা রয়েছে ক্রয় সূত্রে এ জমির মালিক কে আর ফ্যাশন। আর সত্ত্বাধিকারী হিসেবে লেখা আছে আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম।
সমুদ্র সৈকতের বাঁধ ঘেঁষেই তৈরি হচ্ছে রুহুল আমিনের বিলাস বহুল হোটেল। তবে হলফ নামায় এই হোটেলের বিপরীতে সাত কোটি টাকা ঋণের কথা উল্লেখ রয়েছে।
দুদক সূত্র আরো জানায়, শুধু কে আর ফ্যাশনই নয়, কুয়াকাটায় রয়েছে রুহুল আমিন হাওলাদারের মালিকানাধীন ফার্মও। বেশ কয়েক বার নির্বাচিত এই আইন প্রণেতার বিরুদ্ধে কয়েক কোটি টাকার জমি জবর দখলের অভিযোগ রয়েছে।পানি উন্নয়ন বোর্ডের বেশ কয়েক কোটি টাকার জমিও রয়েছে রুহুল আমিন হাওলাদারের দখলে।