মনির/দৈনিক বার্তা: বহুল আলোচিত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলামকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামী মোঃ সুজন মোল্লা ও ফিরোজ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিস্বস্ত সুত্রের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে বুধবার তাদের গ্রেফতার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (বুধবার বেলা পৌনে চারটায়) আটককৃতদের বোয়ালমারীতে নিয়ে আসছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নিপুন মজুমদার ও তার সঙ্গীয়রা।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমীন জানিয়েছেন, গোপন সংবােিদর ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশের একটি টিম নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য গত ২৫ নভেম্বর স্কুলের প্রাথমিক সমাপনি পরীক্ষা শেষে স্কুল থেকে বোয়ালমারী বাজারে যাচ্ছিলেন চতুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম। চতুল চিতাঘাটা এলাকায় পৌছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা একদল চিহ্নিত দূর্বৃত্ত তার উপর অতর্কিতে হামলা হালায়। লোহার রড়, লাঠি, গাছের ডাল দিয়ে বেধড়ক পেটাতে থাকে। আহতাবস্থায় দোকান ও একটি বাড়ীতে আশ্রয় নেয়ার চেষ্টা করলেও দূবৃত্তরা তাকে তাড়া করে দফায় দফায় পেটাতে থাকে। এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে দূর্বৃত্তরা স্থান ত্যাগ করে। আহতাবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। শিক্ষক কামরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা ত্যাগের চেষ্টা করে হামলাকারীরা। এসময় স্থানীয় জনতা মোঃ রুহুল শেখ নামের এক হামলাকারীকে আটক করে পুলিশে দেয়। রুহুল বর্তমানে জামিনে রয়েছে।