1
file photo

দৈনিক বার্তা: ফরিদপুরে কমলা রংয়ের মিষ্টি আলু উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ইউএসএইড এর অর্থায়নে আন্তর্জাতিক আলু গবেষনা কেন্দ্র ও এশিয়ান ভেজিট্যাবল রির্সাস ডেভলপমেন্ট সেন্টারের উদ্ভাবিত প্রকল্পটির মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন কৃষি সম্পসারন অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার ভৌমিক ।

১৫ এপ্রিল মঙ্গলবার বিকালে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক কেন্দ্র আয়োজিত মাঠ দিবসে ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু‘র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিকা‘র কৃষিবিদ দ্বিজবর বাড়ই, মনোয়ার হোসেন, জগেশ চন্দ্র বর্মন, জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও উপকারভোগী রোজিনা বেগম।

বক্তরা বলেন, কমলা রংয়ের মিষ্টি আলু চাষে হেক্টর প্রতি ৩৫ মে.টন উৎপাদন হয় এতে ভিটামিন এ ক্যারোটিন পাওয়া যায় এবং শিশুদের রাতকানা রোগ থেকে মুক্ত করে।