1দৈনিক বার্তা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স অনুর্ধ-১৮ জাতীয় কিকেট প্রতিযোগীতা ২০১৩-১৪ এর চুড়ান্ত পর্যায়ের খেলা ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামে ১৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হবে।

১৬ এপ্রিল বুধবার সকালে ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয় ২১ দিন ব্যাপী দেশের ছয়টি বিভাগের পয়েন্ট ভিত্তিক খেলা ১৯ মে বিজয়ী দল নির্বাচনের মাধ্যমে শেষ হবে।

সাংবাদিক সম্মেলনে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.এম.এ আহসান তুহিন, ক্রীড়া সংগঠক মোঃ আমিনুর রহমান ফরিদসহ ছয় বিভাগের ক্রিকেট দলের প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামকে নতুনভাবে সাজানোর (সংস্কার) পর এটিই জাতীয় লীগের প্রথম খেলা। তাই এখেলাকে ঘিরে ব্যপক উদ্দিপনা সৃষ্টি হয়েছে জেলার ক্রীড়া মোদিদের মধ্যে।

ষ্টেডিয়ামের কাঠামো ও সাঁজ সজ্জা দেখে সন্তোষ প্রকাশ করলেন অংশগ্রহনকারী বিভাগীয় দলের প্রতিনিধিরা।

ফরিদপুর জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.এ.এ আহসান তুহিন বলেন, মাঠের আধুনিকায়ন করায় জাতীয় মানের এ ষ্টেডিয়ামে এধরণের খেলার আয়োজন করা হলে ফরিদপুরের ক্রীড়া ক্ষেত্রে ব্যপক পরিবর্তন আসবে বলে জানালেন ফরিদপুর জেলা ক্রিড়া সংস্থা।