দৈনিক বার্তা: ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, রাজাকার-আলবদরদের যেখানে ফাঁসি দেওয়া হচ্ছে সেখানে তাদের সাথে রাজনৈতিক সমঝোতার প্রশ্নই ওঠে না।
বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম অবৈধ রাষ্ট্রপতি বলায় তারেক জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিনি আইনের কিছুই জানেন না এবং যারা ওনাকে পরামর্শ দিয়েছেন তারাও তাকে ভুল বুঝিয়েছেন।
ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তারেক জিয়া বিশেষ উদ্দেশ্য নিয়ে ইতিহাস বিকৃতি করে চলেছেন। ইতিহাস বিকৃতি করতে গিয়ে তারেক ও তার চেলাচামুন্ডরা ফেঁসেগেছেন। রাজনৈতিক কৌশলে মার খেয়ে আজেবাজে কথা বলছেন।মন্ত্রী বলেন,বঙ্গবন্ধু প্রত্যাবর্তনের পর বিশেষ অবস্থায় কেবিনেট মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলেন, গণপরিষদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতিশাসিত সরকার থেকে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাজাকারদের ধরে বিচার করছে, ফাঁসির মঞ্চে তুলছে, তাই একাত্তরের ঘাতক জামায়াতের সাথে আপসের প্রশ্নই ওঠে না। যারা এসব কথা বলেন তারাই খুনিদের গাড়িতে রক্তরঞ্জিত পতাকা দিয়েছেন। আপস করেছিলেন’।
কুড়িগ্রাম জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক, পুলিশসুপারসহ জেলার উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এরপর তিনি কুড়িগ্রাম সার্কিট হাউসে দলের এক কর্মীসভায় ভাষণ দেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মন্ডল ও সাধারণ সম্পাদক মো: জাফর আলীসহ নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এ সময় কুড়িগ্রাম-৪ আসনের জাপা (মঞ্জু) এমপি মো.রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাফর আলী, জেলা প্রশাসক এবিএম আজাদ, পুলিশ সুপার সঞ্জয় কুণ্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।