1দৈনিক বার্তা: এ সরকার বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দিতে পারবে না বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, যদি জনগণের বাকস্বাধীনতায় বিশ্বাস করেন,তাহলে অবিলম্বে এই অবৈধ সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধানের শীষ সমর্থক  ফোরাম আয়োজিত ‘নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবি’-তে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।ফারুক বলেন, এ সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করতো, তবে ইলিয়াস আলীকে খুঁজে  বের করে দিতো।

জয়নুল আবদিন ফারুক বলেন, যে সরকার মানুষের বাকস্বাধীনতায় বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে না, গণতন্ত্রের  কথা বলে অবৈধভাবে ক্ষমতা দখল করে, সেই অবৈধ সরকারের কাছে ইলিয়াস আলীর মুক্তির দাবি জানিয়ে  কোনো লাভ হবে না।

তিনি দলীয় নেতাকর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে বলেন, এখন আর  কোনো দাবি নয়, সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক গণআন্দোলন শুরু করতে হবে। তবেই গুম, খুন বন্ধ হবে। দেশের মানুষ মুক্তি পাবে। তারা বাকস্বাধীনতা ফিরে পাবেন।

প্রধানমন্ত্রীকে ব্যর্থ দাবি করে তিনি বলেন, আপনি ২০১২ সালে ইলিয়াস আলীর ছোট্ট শিশুকে কথা দিয়েছিলেন, যে করেই  হোক ইলিয়াস আলীকে খুঁজে বের করবেন। কিন্তু, আজ তিন বছর পার হলেও আপনি আপনার কথা রাখতে পারেননি। উল্টো বার বার অভিযোগ করছেন, বিএনপি নাকি ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে।

তিনি বলেন, বিএনপি যদি তাকে লুকিয়েই রাখে, তারপরও গত তিন বছরেও আপনি তাকে খুঁজে  বের করতে পারেননি। এটাই প্রমাণ করে সরকার হিসেবে আপনারা কতটুকু ব্যর্থ!

তারেক রহমানের বক্তব্যের গঠনমূলক সমালোচনার পরিবর্তে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অশ্লীল ভাষায় কথা বলছেন মন্তব্য করে তিনি বলেন, আপনারা যে ভাষা ব্যবহার করছেন,তাতে বোঝা যায় যে আপনারা রাজনৈতিকভাবে  দেউলিয়া হয়ে  গেছেন। তিনি বলেন, যে তাদের  ভেতরটা শূন্য এবং তাদের পায়ের নিচে মাটি  নেই। তারা ভালোভাবে দাঁড়াতে পারেন না বলেই তারা ভিন্নমত সহ্যও করতে পারেন না।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হলে সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল এ কে খন্দকারের লেখা ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ বইটি পড়ার জন্য আওয়ামী লীগের  নেতাদের পরামর্শ  দেন বিএনপির এ  নেতা।

ফারুক বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের এই মিথ্যাচার ও কুৎসা রটনা নতুন কিছু নয়। যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা তাদের নীলনকশারই অংশ।

ধানের শীষ সমর্থক ফোরামের সভাপতি গোলাম  মোস্তফার সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, যুবদলের সভাপতি  সৈয়দ  মোয়াজ্জেম  হোসেন আলাল, এলডিপি সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সেলিম, স্বাধীনতা  ফোরামের সভাপতি আবু নাসের  মো. রহমতুল্লাহ, মাহমুদুর রহমান মুক্তি পরিষদের সভাপতি জাহাঙ্গীর সিকদার প্রমুখ।