দৈনিক বার্তা: লক্ষ্মীপুর সদরে মো. আবদুর রশিদ (২৪) নামে এক মুয়াজ্জিনের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। স্থানীয়রা সোমবার রাত ১১টায় মসজিদের পাশের একটি মক্তবে ঝুলন্ত অবস্থায় রশিদের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। রশিদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকশবা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং স্থানীয় চরমটুয়া মাদ্রাসার শিক্ষার্থী। তিনি শহরকশবা চৌধুরী বাড়ি জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
এলাকাবাসী জানান, তিন বছর আগে থেকে আবদুর রশিদ চৌধুরী বাড়ি জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন। রাতে মসজিদের পাশে তার থাকার কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। এসময় তার পা মাটির সঙ্গে লাগানো ছিল বলে জানান তারা। তারা আরও জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। এটিকে হত্যাকান্ড বলেও ধারণা করছেন তারা।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন তার লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে খবের দেয়। এরপর তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশকে খবর দেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু নাসের জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তে জন্য জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। –