2
২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর স্পেনের খেলোয়াড়দের উল্লাস। ছবি- দ্য সিডনি মর্নিং হেরাল্ড

দৈনিক বার্তা: ব্রাজিল বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল দল গঠন করছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।বিশ্বকাপে সবচেয়ে ‘ব্যয়বহুল’ দল স্পেন

ব্রাজিলের অর্থনৈতিক পত্রিকা ভ্যালোর’র বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্বাগতিক ব্রাজিল।

ক্রীড়াভিত্তিক পর্যবেক্ষণমূলক প্রতিষ্ঠান প্লুরি কানসালটোরিয়ার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, বিশ্বকাপের দল গঠনে স্পেন প্রায় ৪৮৬.৯ মিলিয়ন ইউরো (৬৭৪ মার্কিন ডলার) ব্যয়ের পরিকল্পনা করছে। এই খাতে আর্জেন্টিনা ও ব্রাজিল ব্যয় করবে যথাক্রমে ৪৭৪.১ মিলিয়ন ইউরো ও ৪৭০.২ মিলিয়ন ইউরো।

প্রতিষ্ঠানটির পরিসংখ্যান অনুযায়ী, জার্মানরা এবার দল গঠনে খরচ করবে ৪৪৫.৬ মিলিয়ন ইউরো। আর ইংল্যান্ড ও ফ্রান্স এই খাতে খরচ করবে ৩৯৮.৬ মিলিয়ন ইউরো ও ৩৫৪.২ মিলিয়ন ইউরো। ৩৩৬.১ মিলিয়ন ব্যয়ের পরিকল্পনা নিয়ে পরের অবস্থানে রয়েছে বেলজিয়াম। আর আজ্জুরিদের এই খাতে ব্যয় ধরা হয়েছে ৩২২.৪ মিলিয়ন ইউরো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা লিয়নেল মেসি এবারও বিশ্বকাপের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে মাঠে নামবেন। তার জন্য আর্জেন্টিনাকে প্রায় ১৩৮.১ মিলিয়ন ইউরো গুণতে হবে। তবে এটি গতবারের চেয়ে প্রায় ১.৪ শতাংশ কম।

মেসির তুলনায় প্রায় ৩০ মিলিয়ন ইউরো পিছিয়ে থেকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগীজ ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জয়ের পর এবার তার দর বেড়েছে প্রায় ১১.৪ শতাংশ। ১০৭.৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে এবার পর্তুগালে খেলছেন রোনাল্ডো।

আগামী ৭ মে বিশ্বকাপের ৩২টি দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর খেলোয়াড় ও দলগুলোর পূর্ণাঙ্গ ব্যয়ভার প্রকাশ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।