দৈনিক বার্তা: দেশরক্ষা ও মানুষের কল্যাণই আগামী দিনে বিএনপির লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ সোমবার রাত সাড়ে ৯টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা দেশ স্বাধীন করেছি, দেশকে রক্ষা করবো। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবো।’
জাসাসের কর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘গীতিনাট্যের মাধ্যমে আপনারা বাংলাদেশ ও স্বৈরাচারী সরকারের চরিত্র তুলে ধরেছেন। আপনারা সারাদেশের মানুষের কাছে এটা তুলে ধরুন, কারণ মানুষ এটা জানতে চায়। আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।’
বেগ, জিয়া বলেন, ‘দেশরক্ষা ও মানুষের কল্যাণ হবে আগামী দিনে বিএনপির লক্ষ্য।’
বর্ষবরণের অনুষ্ঠানে চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় গীতি নাট্য ‘পালকি’ মঞ্চস্থ করা হয়।