দৈনিক বার্তা: ঢাকা থেকে জিয়াউর রহমান ওরফে ওয়াকাস নামের একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। র দাবি করেছে, ওই লোক বাংলাদেশে লুকিয়ে থাকা ইন্ডিয়ান মুজাহিদ (আইএম)-এর কর্মী। টাইমস অব ইন্ডিয়া’র অনলাইনে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
পত্রিকাটি জানায়, ওয়াকাস যে বাংলাদেশে রয়েছেন, সে খবর তাদের কাছে ছিল। কিন্তু তিনি ঠিক কোথায় আছেন, তা তাদের জানা ছিল না। পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই তাকে তাদের দেশের পাসপোর্ট দিয়ে নেপাল হয়ে পাকিস্তানে নিয়ে যেতে চেয়েছিল। সবকিছু ঠিক থাকলেও সামান্য ভুলের কারণে র তাকে ধরে ফেলে।
ভারতীয় পত্রিকাটি জানায়, ওয়াকাসকে একটি পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছিল আইএসআই। তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের অভিবাসন কর্মকর্তারা দেখতে পান যে পাসপোর্টে এন্টি স্ট্যাম্প নেই। বাংলাদেশী কর্মকর্তারা তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়। এই বিষয়টি এক র কর্মকর্তার নজরে পড়ে। তিনি সঙ্গে থাকা তার স্মার্টফোনের সাহায্যে ছবিসহ খবরটি তার উদ্ধর্তন কর্মকর্তাকে জানান।
র কর্মকর্তারা ঢাকা বিমানবন্দরে ৬ ফুট লম্বা লোকটির ছবি দেখে উল্লসিত হয়ে ওঠে। পত্রিকাটি জানায়, এরপর র কোনো প্রমাণ না রেখেই তাকে ভারতে নিয়ে যায়। তবে কিভাবে তারা কাজটি করল তা পত্রিকাটি জানায়নি। সূত্র: ওয়েবসাইট