দৈনিক বার্তা: টাঙ্গাইলের ভূঞাপুরের ভালকুটিয়া গ্রামে মাত্র ২ শতাংশ জমির জন্য রোববার রাজন সরকার (২৬) নামে এক কলেজ ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে ধনবাড়ি ডিগ্রী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। এঘটনায় রাজন সরকারের পিতা লাল মিয়া সরকার বাদী হয়ে সাইদুল ইসলামকে প্রধান আসামী করে ওইদিন রাতেই ১৯ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের লাল মিঞা সরকারের সঙ্গে ওই গ্রামেরই বীরু প্রামাণিকের ছেলে মজিদ প্রামাণিক ও আবুবকর সিদ্দিকীর ছেলে মজিদের ২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একটি মামলাও চলমান রয়েছে। ওই ২ শতাংশ জমি ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন সময়ে লোকজন দিয়ে লাল মিয়া সরকার ও তার ছেলে রাজন সরকারকে হুমকি দিয়ে আসছিল মজিদ। রোববার সকালে পূর্ব পরিকল্পিতভাবে মজিদ প্রামাণিক ও আব্দুল মজিদ, তাদের ছেলে সাইদুল এবং মজনু দলবল নিয়ে লাল মিয়া সরকারে বাড়ির টিনের বেড়া ভাঙতে থাকে। শব্দ শুন্ েলাল মিয়া সরকারের ছেলে রাজন সরকার এগিয়ে গেলে আবুবকর সিদ্দিকী টুনু ও মোমিনের হুকুমে আব্দুল মজিদের ছেলে সাইদুলের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে রাজনের মাথায় প্রথম আঘাত করে। পরবর্তীতে মজিদ একই জায়গায় একের পর এক আঘাত করতে থাকে। এতে রাজন মাটিতে লুটিয়ে পড়ে। মা শাহিদা বেগম ও বোন নুপুর তাকে উদ্ধার করতে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। রাজনের মা-বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রাজনকে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুত্বর হওয়া কর্তব্যরত চিকিৎসক রাজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে স্থানান্তর করে। ক্রমেই তার অবস্থার অবনতি হওয়ায় টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে রাজন মারা যায়। এঘটনায় রাজন সরকারের পিতা লাল মিয়া সরকার বাদী হয়ে সাইদুল ইসলামকে প্রধান আসামী করে আরও ১৮জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্তও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো.হারেচ আলী মিঞা বলেন, এঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।