2দৈনিক বার্তা:  ঝিনাইদহের শৈলকূপায় রবিবার রাত ১০টায় জমি বিরোধের জের ধরে পৌর এলাকার চতুরা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব আলী মাতব্বর (৫০) নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত এবং পুলিশ ৩ জনকে আটক করেছে। আহতদের মধ্যে ১৫ জনকে শৈলকূপা হাসপাতালে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ জানায়, দীর্ঘদিন জমি নিয়ে পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চতুরা গ্রামের আয়ুব আলী মাতব্বর এর সাথে একই গ্রামের নিকবার আলীর বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার রাত ১০টার দিকে বাড়ির পার্শ্বে রাস্তায় দাড়িয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় রাতের আধারে প্রতিপক্ষের হামলায় আয়ুব আলী মাতব্বর গুরুতর জখম হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শৈলকূপা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করার পরই সে মারা যায়। ঘটনার জের ধরে রাতেই সংঘর্ষ বাধে এতে আহত হয় শওকত, জোয়াদ আলী, আব্দুল খালেক, আল্লেক, জামেলা, স্বপন, তোফাজ্জেল, হান্নান, শহিদুল, সিদ্দিক, মোক্তার, রেজাউল, কফিল উদ্দিন, চায়নাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৫ জনকে শৈলকূপা হাসপাতালে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার জের ধরে একটি দোকান ও কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। নিকবর আলীর আত্মীয় পরিজনের অভিযোগ হত্যাকাণ্ডের ঘটনায় বাড়িঘরে লুটপাট ভাংচুর চালানো হয়েছে। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা বলেন, চতুরা গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা আয়ুব আলী নিহত হয়েছে, তার লাশের ময়না তদন্ত ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।