দৈনিক বার্তা: বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আহসান বলেন, সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবালয়ের বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে বাহারুল ইসলাম (২৪) ও শিবালয় নতুনপাড়া গ্রামের প্রয়াত সাখাওয়াত হোসেনের ছেলে সুমন মিয়া (২২)।
গুরুতর আহত ওয়াকিল আহম্মেদকে (২৩) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে এসআই নাজমুল আহসান বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে সকালে দুই বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন বাহারুল। বাহারুল মোটরসাইকেল চালাচ্ছিলেন; সুমন ও ওয়াকিল পেছনে বসা ছিলেন।
“বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকায় পাটুরিয়াগামী সূর্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাহারুল ও সুমনকে মৃত ঘোষণা করেন।
এসআই নাজমুল আরো বলেন, দুর্ঘটনার পর পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।