ভয়াবহ বিস্ফোরণে নাইজেরিয়ায় অন্তত ৭১ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে কয়েক শত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
সোমবার রাজধানী আবুজা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ভিড়ে ঠাসা বাসস্ট্যান্ডে পর পর দুটি বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের তীব্রতায় মাটিতে প্রায় চার ফুট গর্ত হয়ে গেছে। এতে ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিনের ব্যস্ততম সময়ে বিস্ফোরণটি ঘটানো হয়৷ অফিস সময়ে বাস-ট্যাক্সি ধরতে বাস স্টেশনে ছিল উপচে পড়া ভিড়৷ কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার না করলেও এর পিছনে বোকো হারেমের হাত রয়েছে বলে সন্দেহ পুলিশের৷ ঘটনার এক প্রত্যক্ষদর্শী বাদামসি নন্যা বলেন, বিস্ফোরণের পরই বাসস্ট্যান্ড থেকে গলগল করে ধোঁয়া বেরুতে শুরু করে৷ রক্তে ভেসে যায় চত্বর৷ এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছিন্নভিন্ন শরীর৷ পড়ে থাকা অঙ্গপ্রত্যঙ্গগুলি জড়ো করছে পুলিশ ও উদ্ধারকারী দল৷
অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘জীবনে এমন ভয়াবহ দৃশ্য কখনও দেখিনি৷ বিস্ফোরণের পরই ভয়ে ছোটাছুটি শুরু করে দেয় শয়ে শয়ে মানুষ৷ ভয়ে এখনও সারা শরীর কাঁপছে৷