দৈনিক বার্তা: দিনাজপুরের বিরামপুর উপজেলার অনুষ্ঠিত হয়ে গেলো এক আজব মেলা ! যে মেলায় মানুষের শরীর শিহরে উঠে,ছম ছম করে ! ভয়ে অনেকে কেঁদে ফেলে সেখানে ! তবুও মেলা ! দেখার জন্য দুরান্ত থেকে আগম ঘটে অসংখ্য মানুষের। বিরামপুর উপজেলর শেষ প্রান্ত ছোট যমুনা নদীর তীরে প্রতি বাংলা বছরের চৈত্র মাসের শেষ দিনে যুগ-যুগান্তর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে পলিপাড়া চড়ক মেলা নামে এক আজব মেলা। এ মেলা মুলত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের মেলা । মেলাতে কর্মরত গ্রাম পুলিশ সদস্য নান্নু জানান, এ মেলাতে মূল আকর্ষণ বাঁশের চড়কিতে দুইজন লোকের পিঠে লোহার হুক লাগিয়ে শুন্যে ঘুড়ানো হয়। তারা সেখানে ঘুরতে থাকা অবস্থায় নীচ থেকে দর্শনার্থীরা কলা,খাজা-বাতাশা ইত্যাদি খাবার ছুড়ে মারে এবং সেই খাবার খেলে অসুস্থতাসহ অনেক সমস্যা দূর হয় বলে সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন। সেইসাথে ধারালো সামুরায় এর উপর দিয়েও লোক দুইজন হেটে যায়, কিন্তু তাদের কোন ক্ষতি হয় না। এটাকে সবাই অলৌকিক জাদু বলে মনে করে।
সরেজমিনে মেলায় গিয়ে এ মেলাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ অবৈধ ব্যবসা শুরু করেছে। ৮ থেকে ১০ টি জায়গায় বসিয়েছে জুয়ার আসর । এ মেলায় জুয়ার অনুমতি কারা দিয়েছে তা মেলার আয়োজকদের কেউ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। এছাড়াও মেলাতে বিভিন্ন ধরনের খাবার ও মনহারির দোকানগুলোতে ক্রেতাদের প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে। তবে মেলাতে জুয়া খেলা বসানোর জন্য এলাকার মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আগামীতে যাতে এ ধরনের ধর্মীয় মেলায় কেউ অনৈতিক কার্যক্রম চালাতে না পারে সেদিকে প্রশাসনের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করছেন।