দৈনিক বার্তা: বছরের প্রথম দিনে নিজের মনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মাদ এরশাদ। সোমবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে পহেলা বৈশাখ উপলক্ষ্যে জাতীয় পার্টি, ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। সারা জাতি আজ উজ্জিবীত, আনন্দিত। সবাই আনন্দ করছে। আমার মনেও আজ নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
জাতীয় পার্টির কর্মীদের দেখেই তার মনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, এই পহেলা বৈশাখ সরকারি ছুটি ছিল না। ১৯৮৭ সালে আমিই প্রথম পহেলা বৈশাখ কে সরকারি ছুটি ঘোষণা করেছিলাম। এর আগে কেউ করেনি। বিলবোর্ডে বাংলা ভাষার উপস্থিতির বাধ্যবাধকতা সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে স্বাগত জানয়ে তিনি বলেন, সম্প্রতি উচ্চ আদালত বিলবোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার উপস্থিতি থাকতে হবে বলে রায় দিয়েছে। এখানে আমি বলব, ১৯৮৭ সালে আমিই কিন্তু প্রথম সাইনবোর্ডে বাংলা ভাষার উপস্থিতি বাধ্যতামূলক মর্মে নির্দেশ দিয়েছিলাম। আজ হাইকোর্ট ও একই রায় দিয়েছে। আমি উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই।