দৈনিক বার্তা: দেড় মাসের দীর্ঘ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেঝেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সোমবার ভোর ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার দেশে ফেরেন। এদিকে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সিইসি দীর্ঘ সফর নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
গত ৩ মার্চ সিংহভাগ উপজেলা পরিষদের নির্বাচন রেখে প্রধান নির্বাচন কমিশনার দেড় মাসের দীর্ঘ সফরে যুক্তরাষ্ট্র যান। তার অবর্তমানে এতোদিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক সিইসির রুটিন দায়িত্ব পালন করেন। সিইসি দেশে থাকাকালে প্রথম দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণের সময় যুক্তরাষ্ট্রেই অবস্থান করেন তিনি।