11দৈনিক বার্তা: গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক সংগঠনের বিবাদমান দুই গ্র“পের একই স্থানে বৈশাখী অনুষ্ঠানের ঘোষনায় সম্ভাব্য সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারী করেছে প্রশাসন। এরই  প্রতিবাদে বর্তমান শ্রমিক সংগঠনের লোকজন ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইন মোড়ে বেলা ৩ টা থেকে মহাসড়কে অবরোধ গড়ে তোলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৪-৪৫ মিনিট) সড়ক অবরোধ চলছিল।জানাগেছে, বাংলা নববর্ষ উপলক্ষে সদর উপজেলার সপ্তপল্লী স্কুল মাঠে বাস শ্রমিক সমিতির বর্তমান সভাপতি সাইদুর রহমান বাসু গ্র“প ও সাবেক সভাপতি বুলবুল ইসলাম গ্র“পের লোকজন বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাঁধা পাওয়ায় বর্তমান বাস শ্রমিক সভাপতি বাসু গ্র“পের শ্রমিকেরা বাস দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে ও টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারন যাত্রীদের। এদিকে, ১৪৪ ধারা বাতিল ও বৈশাখী অনুষ্ঠান করতে দেওয়া না হলে অনির্দৃষ্টকলের জন্য পরিবহন ধর্মঘটের হুমকী দিয়েছে বাস শ্রমিকেরা।
এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক কমিটির লোকজনের মধ্যে যে কোন সময় সংঘর্ষ বাঁধতে পারে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান জানিয়েছেন, একই স্থানে বিবাদমান দুইগ্র“পের লোকজন অনুষ্ঠানের আয়োজন করায় সম্ভাব্য আইন-শৃংখলা অবনতির আশংকায় সেখানে ১৪৪ ধারা জারী করা হয়েছে।