1দৈনিক বার্তা: রাজশাহীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি, চাকু ও হাঁসুয়াসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- নগরীর কলাবাগান এলাকার আরেফিন ইসলাম মুন (২২), হেতেমখাঁ এলাকার সোহাগ (২২), একই এলাকার জীবন (২২), রাকিব (২৩), মুরাদ (৩১), অপু (২৪), রওনক (২৬), আরিফ (২০), সোহান (২০), সাহেববাজার মাস্টারপাড়া এলাকার শাহীন ফেরদৌস (২৫), পাঠানপাড়া এলাকার এসএম রবিউল আলম (২৪), সাগরপাড়া এলাকার সজীব (২৮), দড়িখড়বনা এলাকার মোহন (২৫) ও কাদিরগঞ্জ এলাকার নাদিম (২৩)। এদের মধ্যে আরেফিন ইসলাম মুন ডাকাত দলের সর্দার বলে জানা গেছে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে রাজশাহী জেলা ও নগরীর বাইরে ডাকাতি, ছিনতাই, অপহরণসহ জাল টাকার ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে আবার পার্শ্ববর্তী জেলার থানাগুলোতে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।