1দৈনিক বার্তা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা মিল্কভিটার প্রকল্প কাজে, টেন্ডার ও জনবল নিয়োগ সহ বিভিন্নক্ষেত্রে কোন প্রকার দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারী উচ্চারন করেছেন। তিনি রোববার ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর মিল্কভিটা কর্তৃক নবনির্মিত ঠাকুরগাঁও দুগ্ধ শীতলিকরন কেন্দ্রের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিগত দিনের দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন ব্যাপক তদন্ত কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান মো হাসিব খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রমেশ চন্দ্র সেন এমপি, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, সমবায়ী নেতা শেখ আবুল কাশেম ও আব্দুস সামাদ।
এদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্তে বিএসএফ’র হাতে সুজন মাহমুদ (২৫)নামে এক বাংলাদেশি আটক হয়েছে।  রোববার বেলা ৩টায় সীমান্তের ৩৮২ পিলার এলাকার ভারতের অভ্যন্ত নাটুয়াটুলির বিএসএফ জওয়ানরা তাকে আটক করে। আটক সুজন ওই উপজেলার কান্তামনি গ্রামের নেমু মোহাম্মদের ছেলে।
ঠাকুরগাঁও-৩০ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাংলাদেশিকে ফেরত চেয়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।