1দৈনিক বার্তা: এনডিএ ক্ষমতায় গেলে প্রিয়াংকার স্বামী রবার্ট ভদ্রকে জেলের ঘানি টানতে হবে বলে জানিয়েছেন বিজেপির নেত্রী উমা ভারতী। নির্বাচনের প্রচারণা সংস্কৃতির অংশ হিসেবে প্রতিপক্ষ দল কংগ্রেসকে হুল ফোটাতে গিয়ে সোনিয়া জামাতা রবার্ট ভদ্রকে এ হুমকি দিলেন উত্তরপ্রদেশ বিজেপির নেত্রী উমা ভারতী। তার আরেকটি পরিচয়- তিনি লড়াকু নেত্রী। উমা ভারতীর অভিযোগ, রবার্ট ভদ্র মিথ্যাচারের সঙ্গে যুক্ত। উমা জানান, এই নির্বাচনে এনডিএ ক্ষমতায় আসবেই। তারপর জেলই হবে রবার্টের আশ্রয়স্থল। রোববার উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উমার মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দেয় কংগ্রেস। দলের মুখপাত্র অভিষেক সিংভি বলেন, দেশে প্রত্যেক মানুষের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা আছে।