1দৈনিক বার্তা: ‘প্রধানমন্ত্রী প্রার্থীর ধারণাটি পুরোপুরি অসাংবিধানিক। কারণ সংবিধান মতে নির্বাচনের পর পার্লামেন্টের সদস্যরাই প্রধানমন্ত্রী নির্বাচন করেন। তাই বিজেপি সৃষ্টি করা ‘প্রধানমন্ত্রী প্রার্থী’ ভারতের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
ইন্ডিয়া টুডের সাংবাদিক জাভেদ এম আনসারি এই সাক্ষাৎকারে রাহুল গান্ধী ক্ষমতায় আসতে চান কিনা অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চান কিনা সে ব্যাপারে প্রশ্ন করলে রাহুল গান্ধী বলেন, ‘আপনি আমাদের সংবিধান পড়লে দেখবেন, পার্লামেন্টের সদস্যরা প্রধানমন্ত্রীকে মনোনীত করেন। কিন্তু আমরা এখন যে প্রধানমন্ত্রী প্রার্থী দেখছি এটা কোনোভাবেই সাংবিধানিক নয়। নির্বাচনের পর পার্লামেন্টের সদস্যদের প্রধানমন্ত্রী বাছাই করা সাংবিধানিক। যদি আমাদের এমপিরা আমাকে প্রধানমন্ত্রী হতে বলেন তাহলে আমি সে দায়িত্ব পালন করা থেকে সরে যাব না।
এ সাক্ষাৎকারে সারা দেশে নির্বাচনী র‌্যালির পর কংগ্রেসের ফলাফল কি হবে তা নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলেন, ‘২০০৪-এ এ ধরনের অনেক নির্বাচনপূর্ব জরিপে বলা হয়েছে কংগ্রেস হারবে। ২০০৯ সালেও একই কথা বলা হল। কিন্তু নির্বাচনের ফলাফল ছিল অন্যরকম। বিজেপির মার্কেটিং পলিসি ভালো। কিন্তু সবশেষে যা দাঁড়াবে, তা হল ফলাফল। কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট এ সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমাদের অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া উচিত। আমাদের লড়াই হচ্ছে আদর্শের লড়াই। আমাদের আদর্শ দুটো। একটা হচ্ছে, আমরা জনগণের ক্ষমতায়ন চাই। অন্যটা হচ্ছে, আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলি। আমরা জনগণকে তাদের নায্য অধিকার দানের চেষ্টা করছি। কিন্তু বিজেপির আদর্শ হচ্ছে ক্ষমতা কুক্ষিগত করে রাখা।
নরেন্দ্র মোদির ব্যক্তিগত আক্রমণের প্রশ্নে রাহুল বলেন, ‘নরেন্দ্র মোদির ব্যক্তিগত বিষয়ে আমার কোনো আগ্রহই নেই। তবে মোদি একটা আদর্শকে প্রতিনিধিত্ব করেন। যে আদর্শ এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের ওপর আক্রমণ করতে বলে। এই আদর্শ ভারতের জন্য মোটেও ভালো নয়। আমার আক্রমণ মোদির এই আদর্শের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব এবং আজম খানের বিতর্কিত মন্তব্যের ব্যাপারে কি করবেন সে প্রশ্ন করা হলে সোনিয়াপুত্র বলেন, আমরা বিজেপির বিরুদ্ধে যেমন লড়ছি সমাজবাদী পার্টির বিরুদ্ধেও তেমনি লড়ছি।