দৈনিক বার্তা: চলমান লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশের ৪২ আসনের ২৭ আসন পাবে বলে এক জরিপে জানা গেছে। জরিপের ফল অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২৩-২৭, কংগ্রেস ৬-১০, বামফ্রন্ট ৭-১১, বিজেপি তিন আসন পাবে বলে মনে করা হচ্ছে। এ ফল অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সামান্য অগ্রগতি দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে ২৭ আসন পাবে তৃণমূল: জরিপ
তবে বামফ্রন্টের আসন গত নির্বাচনের ফলাফলের তুলনায় আরও কমবে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৯, বামফ্রন্ট ১৫, কংগ্রেস ৬, আর বিজেপি ১ আসনে জয় পেয়েছিল।
ইন্ডিয়া টুডের পক্ষ থেকে সিসেরো কনসালট্যান্স অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ১ ও ৫ এপ্রিলের মধ্যে চালানো জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাকে কতটা সমর্থন করছে পশ্চিমবঙ্গের ভোটার- সে সম্পর্কেও জরিপে দেখা গেছে ৩১ শতাংশ ভোটার নরেন্দ্র মোদি, ২৪ শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং ১৯ শতাংশ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ৬০টির প্রতিটিতে ১ হাজার ৭০৬ জনের মতামত নেওয়া হয়। জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট সামান্য বাড়বে। গত নির্বাচনের ৩১.২ শতাংশ থেকে সামান্য বেড়ে এবার ৩৫ শতাংশ হবে। কংগ্রেসের ২০০৯ সালের প্রাপ্ত ভোট ১৩.৫ শতাংশ থেকে বেড়ে এবার ১৭ শতাংশ হতে পারে।