দৈনিক বার্তা: জাতীয় সংসদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় তোফায়েল ইসলামসহ আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, জিয়া পরিবার নিয়ে কেউ কটুক্তি করলে বিএনপি বসে থাকবে না। তিনি এ সময় জিয়া পরিবারকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্ল না করার আহবান জানান।
জাতীয় প্রেস ক্লাবে রোবার বিকেলে হুমায়ুন কবির ব্যাপারি সম্পাদিত ‘স্বপ্ন সম্ভাবনার বাংলাদেশ এবং তারেক রহমান’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই একথা বলেন।
তিনি সংসদে দেয়া অশালীন ওই বক্তব্য এক্সপাঞ্জ না করায় স্পিকার শিরিন শারমীন চৌধুরীর সমালোচনা করে ওই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।
ব্যারিস্টার রফিক বলেন, সংসদে জিয়াউর রহমার ও তারেক রহমানকে নিয়ে তারা যে বক্তব্য দিয়েছেন তা অশালীন ও সংসদীয় নীতি বহির্ভূত। সংসদে অনুপস্থিত কোন ব্যক্তি কিংবা ওই ব্যক্তি উপস্থিত থাকলেও তাকে বলার সুযোগ না দেওয়া সংসদীয় রীতির পরিপন্থী।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি প্রসঙ্গে বলতে পারেন ড. কামাল হোসেনের মতো বিশিষ্টজনেরা। অনির্বাচিত পার্লামেন্টে গালিগালাজ করে নয়। এভাবে হুঙ্কার দিয়ে কোন ব্যক্তি বা রাজনৈতিক দল ধ্বংস করে দেয়া যায় না। আল্লাহ না চাইলে কেউ ধ্বংস হয় না।
রফিকুল ইসলাম মিয়া বলেন, মঞ্জু হত্যাকাণ্ডের বিচার ভিন্নখাতে নেওয়া হচ্ছে। এ জন্য ইতিহাসের কাঠগড়ায় একদিন আপনাদের দাঁড়াতে হবে।
জাতীয়তবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ চাঁন। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমেদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম ও মহিলা দলের সম্পাদিকা শিরিন সুলতানা।