দৈনিক বার্তা: ২০১৪কমনওয়েলথ গেমসের প্রস্তুতিতে ব্রিটেনের রানির ব্যাটন বা দন্ড কমনওয়েলথ দেশ পরিভ্রমণ শুরু করেছে।
বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে এই ব্যাটন যাত্রা শুরু হয়।
আগামী ২৮৮ দিন ধরে এই ব্যাটন পরিক্রমা করবে ৭০টি প্রতিযোগী দেশ।
ব্যাটনে থাকছে কমনওয়েলথভুক্ত দেশগুলোর উদ্দেশ্যে রানি এলিজাবেথের হাতে লেখা বার্তা।
ব্যাটন পরিক্রমা উদ্বোধন করে রানি এর ভেতরে ভরে দেন কমনওয়েলথের উদ্দেশ্যে তাঁর বার্তাপত্র
বৃহস্পতিবার ব্যাটন স্কটল্যান্ড পরিক্রমা শেষ করে শুক্রবার ১১ই অক্টোবর পৌঁছবে দিল্লিতে।
২০১০ কমনওয়েলথ গেমসের স্বাগতিক দেশ দিল্লি থেকে ব্যাটন পরিক্রমা করবে কমনওয়েলথভুক্ত দেশগুলো।
ব্যাটন ১৪ই অক্টোবর যাবে বাংলাদেশে।
২৩শে জুলাই ২০১৪ স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এই ব্যাটনের পরিক্রমা শেষ হবে।
ওই অনুষ্ঠানে ব্যাটনের ভেতরে রাখা বার্তাটি পাঠ করবেন রানি এলিজাবেথ।