দৈনিক বার্তা: কনস্টেবলের কাছ থেকে অস্ত্র কেড়ে মতিহার থানার তৎকালীন ওসি আবদুল মজিদকে পেটানো আলোচিত শিবির ক্যাডার আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার বিকেলে নগরীর মেহেরচণ্ডী এলাকায় একটি গোপন বৈঠকে হানা দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে হামলায় অংশ নেওয়া শিবিরের সাথী কাওসারকে।
নগরীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, শিবিরের সাথী সম্মেলনের প্রস্তুতি হিসাবে বিকেলে মেহেরচণ্ডীর একটি বাড়িতে গোপন বৈঠক করছিল নেতাকর্মীরা। পুলিশ খবর পেয়ে সেখানে হানা দেয়। এরপর সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও শিবিরের সাথী কাওসারকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, ঘটনার দিনে এক কনস্টেবলের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে মতিহার থানার তৎকালীন ওসি আবদুল মজিদকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় জড়িত আবদুল্লাহ আল মামুন। ভিডিও ফুটেজ দেখে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন। তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে। এরপর মধ্যে শালবাগান এলাকায় পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের ওপর হামলাসহ তিনটি মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে। আরও তিনটি মামলার তদন্ত চলছে। কাওসারের বিরুদ্ধেও একাধিক মামলা আছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতার শিবির ক্যাডাররা দুর্ধর্ষ। নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ আছে। রোববার তারা যে বৈঠক করছিল, সেখান থেকে বিশ্ববিদ্যালয়কে ঘিরে নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছিলো। পুলিশ আগে টের পেয়ে যাওয়ায় তাদের সেই পরিকল্পনা আপাতত ভেস্তে গেছে।