দৈনিক বার্তা:রাজধানীর ইস্কাটনে ছিনতাইয়ের চেষ্টাকালে মাসুদ পারভেজ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার বেলা পৌনে ১২টার দিকে ইস্কাটনের পূবালী ব্যাংকের সিঁড়ির সামনে এ ঘটনা ঘটে।আটককৃত মাসুদ পারভেজ রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তিনি অস্ত্র ঠেকিয়ে ইউসুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান,ব্যাংক থেকে টাকা নিয়ে নামার সময় মাসুদ ইউসুফকে পিস্তল ঠেকিয়ে টাকা চায় পারভেজ। সে সময় ইউসুফের চিৎকারে আশপাশের জনতা ও পুলিশরা মাসুদকে ধরে ফেলে। মাসুদ মালিবাগের চৌধুরী পাড়ায় থাকেন। আটক মাসুদ পারভেজের কাছে একটি অস্ত্র পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।মাসুদ সাংবাদিকদের বলেছেন, তিনি রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পড়েন মালিবাগের আবু জর গিফারী কলেজে হিসাব বিজ্ঞানে।
স্থানীয়রা জানায়,রোববার দুপুরে পূবালী ব্যাংকের সামনে এক ব্যক্তির পিছু নিয়েছিল মাসুদ। তা দেখে ওই ব্যক্তির সন্দেহ হলে তিনি আশপাশের মানুষের সহযোগিতায় মাসুদকে ধরে ফেলেন।গণপিটুনির পর মাসুদকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, মাসুদকে অস্ত্রসহ আটক করা হয়েছে।মাসুদের রাজনৈতিক পরিচয় জানতে এই পুলিশ কর্মকর্তা বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না।ছাত্রলীগের রামপুরা থানা সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত।মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, অপরাধ প্রমাণিত হলে মাসুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।ঢাকার মগবাজারে আটক ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ।
ঢাকার মগবাজারে আটক ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ। মাসুদ দাবি করেছেন,আটক পিস্তলটি তার বন্ধু সৌরভের। সৌরভ তার সঙ্গেই ছিলেন বলে মাসুদ জানান। মাসুদ ধরা পড়লে সৌরভ মোটর সাইকেলে করে দ্রুত পালিয়ে যান।
মাসুদ সাংবাদিকদের বলেন, যার ব্যাগ ধরে তিনি টান দিয়েছিলেন, তার নাম বেলাল এবং গাড়ির যন্ত্রাংশের এই ব্যবসায়ী তার পূর্বপরিচিত।বেলালের দোকানে কিছুদিন কাজও করেছিলেন মাসুদ। বেলালের ওপর চড়াও হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর বেলাল এবং তার ব্যবসায়িক অংশীদার আজাদ তাকে একটি মোটর সাইকেল দেয়ার প্রতিশ্র“তি দেন।কিন্তু মোটর সাইকেল দিতে তারা গড়িমসি করায় ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটাতে যাই, বলেন তিনি।