দৈনিক বার্তা: আবহাওয়া শুষ্ক থাকবে আজ সোমবার। বৃষ্টির দেখা মিলবে না পহেলা বৈশাখে। রাজধানীসহ দেশের অধিকাংশ আজ ঢাকায় জায়গায় এমন আবহাওয়া বিরাজ করবে। এমন ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। বয়ে যাবে মৃদু তাপপ্রবাহ। রাজধানীতে ৩৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আগামী ৫ দিনের মধ্যে দেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে বর্তমানে কালবৈশাখীর মৌসুম চলছে। হঠাৎ করেই দেশের যেকোন জায়গায় দেখা দিতে পারে কালবৈশাখী।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ সোমবার ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, রাজশাহী, পটুয়াখালী, মাইজদীকোর্ট, ফেনী ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটিতে ৩৮ ও সর্বনিম্ন সিলেটে ১৮.৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। গত এক সপ্তাহ ধরে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামছে না। রবিবারও ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫.৭ ডিগ্রী সেলসিয়াস। ময়মনসিংহ ছাড়া দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।
আবহওয়া অধিদফতর জানায়, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ মাঝারি-তীব্র কালবৈশাখী-বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা-মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১ টি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র ২-৩টি মৃদু-মাঝারি সেঃ তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকায় ১৪৭ মিলিমিটার, চট্টগ্রামে ১৪৩ মিমি, সিলেটে ২৯৬ মিমি, রাজশাহীতে ৮০ মিমি, রংপুরে ৮৮ মিমি, খুলনায় ৭২ মিমি ও বরিশালে ১৩২ মিলিমিটার হতে পারে। আর আগামীমে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ওই মাসে দেশের উত্তর, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ মাঝারি-তীব্র কালবৈশাখী-বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা-মাঝারি কালবৈশাখী-বজ্রঝড় হতে পারে।