1দৈনিক বার্তা:জঙ্গি হামলার কথা মাথায় রেখে পহেলা বৈশাখের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পুলিশের কাছ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এতে পুলিশ ও সাধারণ মানুষ উদ্বিগ্ন্। পুলিশ এ বিষয়টিকে মাথায় রেখেছে। পুলিশের সামর্থ অনুযায়ী বৈশাখের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। এবারে রাজধানীর তিনটি বড় স্থান রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ও রবীন্দ্র সরোবরে বড় অনুষ্ঠান হবে। ব্যাপক লোক সমাগম হবে এসব স্থানে। বিভিন্ন স্থানে যে অনুষ্ঠান হবে সেখানে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলবে। অনুষ্ঠানস্থলে কাঁচি, ছুড়ি, দেয়াশলাই, সিগারেট, পটকা, আতশবাজি নিয়ে প্রবেশ করা যাবে না।  এছাড়া নির্দিষ্টস্থানে গাড়ি পার্ক করতে হবে। যেসব স্থানে বৈশাখী অনুষ্ঠানে তা সন্ধ্যা ছয়টার মধ্যেই শেষ করতে হবে। নিরাপত্তার স্বার্থেই সন্ধ্যার মধ্যে সবাইকে বাসায় ফেরার পরামর্শ দিয়েছে ডিএমপি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার বৈশাখের প্রস্তুতির বিষয় তুলে ধরেন।