দৈনিক বার্তা: যানজটের কারণে বছরে ২০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে এমন তথ্য প্রকাশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘ঢাকা মহানগরীর সববাস যোগ্যতা: রাজউকের ভূমিকা ও কাঠামো’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়।
পবা জানায়, যানজটের কারণে বছরে দেশে ২০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এর মধ্যে জ্বালানি ক্ষতি ১২ হাজার কোটি টাকা, ব্যবসায় ক্ষতি চার কোটি টাকা এবং পরিবেশগত ক্ষতি আড়াই হাজার কোটি টাকা।
বক্তারা বলেন, ইউনাইটেড হাসপাতাল ও স্কয়ার হাসপাতালসহ অনেকেই হাসপাতালের নামে হাজার হাজার বিঘা ফসলি জমি কিনলেও এতে রাজউকের কোনো নিয়ন্ত্রণ নেই।
সুন্দর ঢাকা গড়তে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) ১১ দফা সুপারিশ করেছে।
রাজউকের সবধরনের স্যাটেলাইট সিটি, ফ্ল্যাট, প্লট, হাউজিং প্রকল্প বন্ধ করে পরিকল্পনা প্রণয়ন, মনিটরিং, সমন্বয়, আইনপ্রয়োগে বিষয়ে মূল দৃষ্টি দেয়া, স্যাটেলাইট সিটির পরিবর্তে আশেপাশের জেলাগুলোর সঙ্গে ঢাকার রেল ও নৌ যোগাযোগ স্থাপনে পরিকল্পনা গ্রহণ. মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহর ছাড়াও দেশের সব পৌর এলাকার খেলার মাঠ,উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ পালন করা; বেসরকারি আবাসিক প্রকল্পগুলোর বেআইনি ও অবৈধ কার্যকলাপ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা; ঢাকা শহরের আগামি একশ বছরের কথা চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করা।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠে বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্রাচার্জ, পবার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান, বুয়েটের অধ্যাপক প্রফেসর রুকসানা হাফিজ প্রমূখ বক্তব্য রাখেনু ।