দৈনিক বার্তা: কে জিতবে মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবল? একদিকে ঐতিহ্যবাহী মোহামেডান আর অপরদিকে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসা ফেনী সকার ক্লাব। ঐতিহ্যে যতই পুষ্ট থাকুক মোহামেডান কোন ছাড় দিবে না প্রথমবারের মতো কোন বড় আসরের ফাইনালে ওঠা ফেনী সকার। অনেকদিনের শিরোপা বঞ্চিত মোহামেডানের বিপক্ষে নির্ভার হয়েই খেলবে ফেনী সকার। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিকাল পাঁচটায় ম্যাচটি শুরু হবে শিরোপা নির্ধারণী খেলাটি। বিটিভি ওয়ার্ল্ড খেলাটি সরাসরি সম্প্রচার করবে। সেমিফাইনালে ফেনী সকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে আর মোহামেডান আবাহনীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
প্রতিপক্ষ ফেনী সকার বলেই একটু সাবধানী মনে হলো মোহামেডানের পর্তুগিজ কোচ রুই ক্যাপেলো বাতিস্তাকে। তার কথায়, ‘ফেনী সকারও শক্তিশালী দল এটা আমাদের মানতেই হবে। কারণ তাদের তিনজন (কাব্বা জবি, কয়তা লামিন ও ইসমাইল জাগনি) ভালো মানের গাম্বিয়ান ফুটবলার রয়েছে। আর তারা যোগ্যতা প্রমাণ করেই কিন্তু ফাইনালে এসেছে। তাই তাদের বিপক্ষে জয় পাওয়াটা সহজ নয়।’ এবার কিছুটা হলেও নির্ভার হতে চেষ্টা করলেন বাতিস্তা, ‘সাম্প্রতিক সময়ে আমার দল জয়ের ধারাবাহিকতায় রয়েছে। এই টুর্নামেন্টের ফাইনালের আগ পর্যন্ত সব মিলিয়ে আমরা ১৫টি ম্যাচের মধ্যে ১৪টিতেই জিতেছি। একটি মাত্র ম্যাচে হেরেছি। এতেই বুঝা যায়, জয়ের ধারায় উজ্জীবিত রয়েছে আমাদের দল। আমাদের এখন একটাই লক্ষ্য শিরোপা জয়। ফাইনালে ছেলেরা ৪-৩-৩ পদ্ধতিতে খেলবে। এই আসরে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। আশা করি ছেলেরা ফাইনালেও নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে পারবে।’ অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বলেন, ‘ফাইনালে আমরা খুব চাপের মধ্যে থাকবো। আমরা বড় দল। আমাদের সমর্থক বেশি। অন্যদিকে ফেনীর কোন চাপ নেই। দলের সবাই মুখিয়ে রয়েছে স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জিততে।’
অন্যদিকে ফেনী সকারের গাম্বিয়ান কোচ ওমর কেসিসি বলেন, ‘সেমিফাইনালের শক্ত গণ্ডি পেরিয়ে ফাইনালে উঠেছি আমরা। ফাইনালে শক্তিশালী দলটির মুখোমুখি হবো আমরা। মনে রাখতে হবে, মোহামেডান ইজ মোহামেডান। তাদের বিপক্ষে জয় পাওয়াটা খুবই কঠিন। তবে অসম্ভব নয়। কারণ আমরা শেখ রাসেল ও ব্রাদার্সকে হারিয়েই ফাইনাল অবদি উঠে এসেছি।’ স্প্যানিশ ফুটবল কোচ ডেল বসকে আইকন মানা ওমর কেসিসি আরও বলেন, ‘মোহামেডানকে সমীহ করেই বলছি, এই ম্যাচে আমাদের সেরাটা খেলেই জয় পেতে চেষ্টা করবো। ফুটবলে সবই সম্ভব। দু’দলেই ১১ জন করে খেলোয়াড় থাকবে। মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতে আমরাও ইতিহাস গড়তে পারি। আশা করি ছেলেরা নিরাশ করবে না।’ অধিনায়ক আকবর হোসেন রিদন বলেন, ‘সমর্থক বেশি বলেই চাপে থাকবে মোহামডোন। তাই আমাদের হারানোর কিছু নেই। আমরা নির্ভার হয়েই খেলবো।’