দৈনিক বার্তা: বিএনপি হতাশাগ্রস্ত হয়ে পরিকল্পিতভাবে বাক সন্ত্রাস শুরু করেছে। এদের মিথ্যাচারের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে হবে। আজ শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় মহানগর আওয়ামী লীগের নেতারা এসব অভিযোগ করেন।
অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চেৌধুরী মায়া বলেন, হতাশাগ্রস্ত বিএনপি এখন সত্যের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে। বেগম খালেদা জিয়া শয়তানের বংশধর। এদেরকে শায়েস্তা করতে হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে বিএনপি মিথ্যাচার শুরু করেছে। ইতিহাস বিকৃতি করতে তারা এখন বাক সন্ত্রাস শুরু করেছে। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। বিএনপি পাকিস্তানের আইএসআইয়ের প্রেসক্রিপশনে দেশের মধ্যে অরাকজতা সৃষ্টি করতে চায়। তাদেরকে (বিএনপি) কিছু না বলায় মাথা উঠে গেছে। এখনই শায়েস্তা করা প্রয়োজন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর আওয়ামী লীগের শেখ বজলুর রশিদ, মুকুল চেৌধুরী, শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট সানজিদা খানম, আব্দুল হক সবুজ, সহিদুল ইসলাম মিলন, জামাল উদ্দিন প্রমুখ।