দৈনিক বার্তা: জাতীয় সংসদে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারি দল সমালোচনা করে নিজেদের দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে’- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘পাকিস্তানিরা একবার বাঙালিদের পাকিস্তানি বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আবার ‘৭৫ এরপর জেনারেল জিয়াসহ অন্য সামরিক শাসক এবং সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের নাম পাল্টানোর চেষ্টা করছেন, ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘সঠিক ইতিহাস তুলে ধরার জন্য জাতীয় সংসদ নেতৃত্ব দিচ্ছে। সুতরাং, সঠিক ইতহাস, সঠিক তথ্য দেশবাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে জাতীয় সংসদের একশতভাগ অধিকার আছে।’
আজ শনিবার বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে কুষ্টিয়ার মিরপুরে দু’দিনব্যাপী শিশুমেলার উদ্বোধী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা যতো সঠিক ইতিহাস তুলে ধরবো, খালেদা জিয়া ততো নাখোশ হতে থাকবেন। কারণ, উনি মিথ্যার ওপরে দাঁড়িয়ে আছেন।’
ইনু খালেদা জিয়াকে ইতিহাসের আস্তাকুঁড়ের লোক আখ্যা দিয়ে বলেন, ‘আপনি আস্তাকুঁড়ে বসে ইতিহাস নিয়ে যত ঘাঁটাঘাটি করবেন ততো দুর্গন্ধ ছড়াবে।’
মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া এখনও সুধরাননি। তিনি এখন পর্যন্ত বৈধ সরকারকে অবৈধ বলছেন। তিনি জঙ্গিবাদিদের সঙ্গও ত্যাগ করেননি।
বিএনপি চেয়ারপারসনকে সতর্ক করে দিয়ে ইনু বলেন, ‘আপনি যদি এই পথ পরিহার না করেন তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন।’
অনুষ্ঠানে জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, সরকারি কমিশনার ভূমি সিরাজাম মুনিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় ভেড়ামারা-দৌলতপুর সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন মন্ত্রী।