1দৈনিক বার্তা: পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল ৮ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে মামাত-ফুফাত বোন। স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের নূরুজ্জামান গাজীর একমাত্র সন্তান রাজিয়া (৫) এবং আজগর আলী গাজীর একমাত্র সন্তান তামান্না (৩) পুকুর পাড়ে আম কুড়াতে যায়। এক পর্যায়ে তামান্না পা পিছলে পুকুরে পড়ে গেলে রাজিয়া তাকে উদ্ধার করতে পুকুরে নামলে সেও পানিতে ডুবে মারা যায়। পুকুরে এ দুই শিশুর লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা তাদের পরিবারে সংবাদ দিলে তারা এসে লাশ উদ্ধার করে। এক সঙ্গে দুই শিশুকে হারিয়ে দুই পরিবারে চলছে শোকের মাতম।