1দৈনিক বার্তা: গণজাগরণ মঞ্চের ইমরান বিরোধী গ্রুপের সংবাদ সম্মেলন থেকে মূখপাত্রের পদ থেকে তাকে অব্যাহতি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। ডা. ইমরানের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ তুলা হয়েছে মঞ্চের এ অংশের পক্ষ থেকে। আজ দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে মঞ্চের সংগঠক কামাল পাশা লিখিত বক্তব্যে বলেন, অচিরেই মঞ্চের পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট মুখপাত্র প্যনেল ঘোষণা করা হবে। একটি অন্তর্বর্তী টিম মঞ্চের গঠনতন্ত্র প্রণয়ন করবে যা পরে কর্মী সম্মেলনের মাধ্যমে চুড়ান্ত করা হবে। অবিলম্বে সারা দেশের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি জাতীয় সম্মেলন করা হবে। শুরু থেকে যেসব সংগঠন গণজাগরণ মঞ্চে অংশ নিয়েছে তাদের তালিকা প্রণয়ন করা হবে। ছয় দফার ভিত্তিতেই পরিচালিত হবে মঞ্চের কার্যক্রম। সংবাদ সম্মেলনে কোন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকে দেখা যায়নি। কামাল পাশা আগামী ১৭ই মার্চ মঞ্চের পক্ষ থেকে মুজিবনগর দিবস পালন করা হবে বলেও ঘোষণা দেন।