দৈনিক বার্তা:কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকে ধর্মঘট চলছে। সংগঠনের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবীতে ইবি শাখা ছাত্রদল এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট সফল করতে আজ শনিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাড়ীতে বাধা দিতে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে ২টি গাড়ী ভাংচুর করেছে ধর্মঘটকারীরা। তবে পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ী ক্যাম্পাসে পৌছালেও শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম।
উল্লে¬খ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ১৯ জানুয়ারী কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে পুলিশ গ্রেফতার করে। তার মুক্তির দাবীতে তৃতীয় দফায় গত ৮ এপ্রিল দুইদিনের এই ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল।