1এখন ফুটবল খেললে বার্সেলোনাকেই বেছে নিতেন তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলে। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

পেলের মতে, তখনকার সান্তোস, এখনকার বার্সেলোনা। শুধু নামটাই আলাদা। খেলার ধাঁচটা একই ছিল। সান্তোসের খেলার সঙ্গে এখনকার বার্সেলোনার খেলার নাকি তেমন কোনও পার্থক্য নেই। সে কারণে হালের বার্সেলোনা খুব টানে পেলেকে।

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ৭৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এ কিংবদন্তি বলেন, ‘আধুনিক যুগে ফুটবল খেললে আমি বার্সেলোনাকে বেছে নিতাম। হয়তো আরও দু-তিনটি দলের হয়ে খেলার সুযোগ পেতাম। কিন্তু আমি বার্সাকেই পছন্দ করতাম। কারণ তাদের খেলার বৈশিষ্ট্যের সঙ্গে তখনকার সান্তোসের খেলার অনেক মিল আছে।’

পেলে সান্তোসে যোগ দেন ১৯৫৬ সালে। খেলেছেন মোট ১৮ বছর। এ সময় সান্তোসের হয়ে বিশ্ব সফরেও বের হয়েছেন তিনি।

১৯৬৭ সালে আফ্রিকাতে একবার শুধু পেলের খেলার দেখার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল নাইজেরিয়ার বিবদমান দু’পক্ষ! ৪৭ বছর পর পৃথিবী অনেক পাল্টে গেছে। কিন্তু পেলের বিশ্বাস, ফুটবল খেলাটা একই রকম আছে। অন্তত তার যুগের সান্তোস এবং আজকের বার্সেলোনার মধ্যে।

কাতালান ক্লাবটির পাসিং ফুটবল খুব টানে পেলেকে। বর্তমান সময়ে খেলাধুলা করলে বাকি দলগুলোকে বাদ দিয়ে তিনি নাকি জেরার্ডো মার্টিনোর দলকেই বেছে নিতেন।