4দৈনিক বার্তা: লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বৃহস্পতিবার ১১টি রাজ্যে ৯২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায়। এ দিন দশটি রাজ্যের পাশাপাশি চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও চলেছে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে জন্মু-কাশ্মীর, হরিয়ানা, ছত্তীসগঢ়,ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান-নিকোবর, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশ, চণ্ডীগড় সহ দিল্লি। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ। বিহার, ওড়িশা, ছত্তীসগঢ়-সহ মাওবাদী প্রভাবিত অঞ্চলে ভোটগ্রহণকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি  ওড়িশায় চলছে বিধানসভা নির্বাচন। তৃতীয় দফায় এই ভোটে অংশ নিচ্ছেন প্রায় ১১ কোটি ভোটার। এ দিন সকাল দশটার মধ্যেই নির্মান ভবনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। দিল্লির তিলক মার্গে ভোট দিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল, ভোট দিলেন রাহুল গাঁধী এবং পবন বনশল। এ ছাড়া কেরলের তিরুবনন্তপুরম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুরও ভোট দেন।

তৃতীয় দফার এই নির্বাচনে বিভিন্ন রাজ্যে প্রার্থী হয়েছেন বহু তারকা প্রার্থীও। গাজিয়াবাদে কংগ্রেসের হয়ে লড়ছেন রাজ বব্বর। উত্তরপ্রদেশের মেরঠে কংগ্রসের হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী নাগমা। চণ্ডীগড় কেন্দ্রের বিজেপি প্রার্থী কিরণ খের। এ ছাড়া বিজনৌর কেন্দ্রে প্রার্থী হয়েছেন সদ্য আরএলডিতে যোগ দেওয়া অভিনেত্রী জয়া প্রদা। জামুইয়ে লোকসভা আসনের দিকে এ বার যথেষ্ট গুরুত্ব রয়েছে রাজনৈতিক মহলেরও। এই কেন্দ্রের প্রার্থী এলজেপি প্রধান রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসওয়ান। তাঁর মুল প্রতিপক্ষ বিহার বিধানসভার স্পিকার তথা জেডিইউ নেতা উদয়নারায়ণ চৌধুরী।

এ দিন দিল্লিতে ভাগ্য নির্ধারিত হবে কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলেরও।  এ ছাড়া  দিল্লিতে প্রার্থী  তালিকায় যাঁরা নজর থাকবেন তাঁরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন, দিল্লির বিজেপি সভাপতি হর্ষ বর্ধন, প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত, বিজেপির মীনাক্ষি লেখি, ও ভোজপুরি গায়ক মনোজ তিওয়ারি।