4দৈনিক বার্তা:জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তি উত্থাপন শেষ করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার এ শুনানি হয়। পরে ১৩ই এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। ওই দিন আসামীপক্ষ রাষ্ট্রপক্ষের যুক্তি খন্ডন করবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮শে ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দেয় ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল দায়ের করেন। গত বছরের ২৪শে সেপ্টেম্বর থেকে এ আপিলের ওপর শুনানি শুরু হয়। আসামীপক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট এসএম শাহজাহান।