দৈনিক বার্তা: সম্প্রতি মঙ্গল গ্রহে একটি রহস্যময় আলোর উৎসের ছবি তুলেছে নাসার মঙ্গলযান ‘কিউরিওসিটি’। ছবি দেখে মনে হয় সে আলোটি মঙ্গলের পৃষ্ঠ থেকে উপরের দিকে যেন ঠিকরে বের হচ্ছিল।
অনেকেই বলছেন, এটি মঙ্গলগ্রহে থাকা প্রাণীদের আলো জ্বালানোর চিহ্ন। তবে বেশিরভাগ বিজ্ঞানীই উড়িয়ে দিয়েছেন ব্যাপারটিকে। তবে এটা প্রায় নিশ্চিত যে ছবির আলোটি সূর্যের আলোর কোনো প্রতিফলন নয়, কিংবা ছবি প্রসেসিংয়ের কোনো ত্রুটিও নয়। নিশ্চয়ই এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা অবশ্যই আছে।
প্রায় এক সপ্তাহ আগে ছবি তোলার পর রহস্যময় আলোর সন্ধান পাওয়ার পর সে স্থানে অনুসন্ধান করার জন্য পৌঁছেছে মঙ্গলযান কিউরিওসিটি। কিম্বারলি নামে মঙ্গলগ্রহের সেই স্থানে মঙ্গলযানটি মাটির নমুনা ও প্রাচীন পরিবেশের সূত্র খুঁজে দেখবে।