মিতাকে জামিন দিয়েছেন আদালতদৈনিক বার্তা: তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ৩ এপ্রিল মাহমুদা আক্তার মিতা আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। এরপর ৮ এপ্রিল মিতার আইনজীবী আবার জামিন আবেদন করে। আজ শুনানি শেষে জামিন মঞ্জুর করা হল।
২০১২ সালের ২৪ নভেম্বর ভয়াবহ আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ১১১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত আরো শতাধিক শ্রমিক।