2দৈনিক বার্তা: ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম হাওলাদারকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। ১৫ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী আজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক শ্রীকান্ত কুমার চন্দ, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী, সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. মঞ্জু‘রুল কবীর এবং উপ-পরিচালক ফজলে এলাহীকে কমিটির সদস্য করা হয়েছে। বুধবার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠার পর বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড।