4দৈনিক বার্তা: প্রশ্ন ফাঁসের কারণে স্থগিত হওয়া ঢাকা বোর্ডের এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামি ৮ই জুন অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসেইনের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।