দৈনিক বার্তা: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলিরচর গ্রামে আওয়ামীলীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে এক শিবির কর্মী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।। নিহত শিবিরকর্মী আলমগীর হোসেন (২৫) একই গ্রামের জসিম উদ্দিন বদ্দু’র ছেলে। এ ঘটনায় পুলিশ ২ ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও জামায়াত একে অপরকে দায়ী করেছে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা জামায়াত আগামী রোববার বেলকুচি উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বছর বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ধুলিরচর গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের বাড়িতে হামলা চালানো হয়। এ নিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের সাথে একই গ্রামের জামায়াত নেতা আসলাম উদ্দিনের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আব্দুল মজিদ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আসলাম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় জামায়াত ও বিএনপি’র নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে আওয়ামীলীগের কর্মীরা পিছু হটে। রাত দেড়টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শক্তিবৃদ্ধি করে আবারো হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আলমগীর হোসেনকে হাসপাতালে নেবার পথে সে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে বওড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল রানা ও চরদুলগাগরাখালি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আমিন উদ্দিনকে আটক করেছে।এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফ জী খান জানান, এলাকাটি জামায়াত-শিবির অধ্যুষিত। বুধবার রাতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হামলা চালালে এ ঘটনাটি ঘটে।এদিকে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদুল ইসলাম জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। দু’দফা হামলার সময় প্রতিরোধ গড়ে তুললে এ ঘটনাটি ঘটেছে। কর্মী হত্যার ঘটনায় জেলা জামায়াতের সিদ্ধান্তে আগামী রোববার বেলকুচিতে আধাবেলা হরতাল পালন করার আহবান করা হয়েছে। বেলকুচি থানার ওসি আব্দুল হাই জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...